ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ইয়েমেন-সৌদি সীমান্তে আটকা ৫ বাংলাদেশি শ্রমিক

আবুল বশীর, মুজাহিদ আহসান

রোববার, ২৩ অক্টোবর ২০১৬ , ০১:১২ পিএম


loading/img

ইয়েমেন-সৌদি আরব সীমান্তে আটকা পড়েছেন ৫ বাংলাদেশি শ্রমিক।  দু’দেশের সংঘর্ষের মধ্যে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের। দেশে ফিরতে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

ভালো কাজের আশায় বছর দু’য়েক আগে দেশ ছেড়ে ইয়েমেনের সানায় পাড়ি জমান মোকলেস, হারুন, আলাউদ্দিন, মনির ও আলম। তবে দেশটির সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে নিজেদের বাঁচাতে পালাতে গিয়ে আটকা পড়ে আছেন সৌদি-ইয়েমেন সীমান্তের ওয়াদিয়ায়। সেখানে ১৫ দিনেরও বেশি সময় ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। বৈধ পাস না থাকায় সৌদি আরব ঢুকতে পারছেন না। 

সেখানে সৌদি এক নাগরিককে পেয়ে নিজেদের দুরাবস্থার কথা জানান তারা।

বিজ্ঞাপন

আটকা ৫ বাংলাদেশির মধ্যে মোকলেস ও হারুনের বাড়ি ফরিদপুরের কানাইপুরে। আর আলাউদ্দিন, মনির ও আলমের বাড়ি কক্সবাজারে।

এ বিষয়ে সৌদি আরবের জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল শহীদুল করিম টেলিফোনে জানান, এরই মধ্যে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাদের জন্য সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।

এ পর্যন্ত ইয়েমেন থেকে সৌদি আরব হয়ে বাংলাদেশে ফিরেছেন প্রায় দু’শ’ বাংলাদেশি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |